দিনাজপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দিনাজপুরে শুভ গোম্বামী (২৬) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। শুভকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার রাত ২টায় শহরের সঙ্গীত কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

শুভ গোস্বামী শহরের গণেশতলা এলকার বাসিন্দা এবং পঞ্চগড় জেলা শিক্ষা অধিদফতরের প্রকৌশলী জগদীশ চন্দ্র গোস্বামীর ছেলে।

এই ঘটনায় শহরের উত্তর বালুবাড়ী এলাকার গোপাল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ বিশু (৪৫) ক্ষেত্রীপাড়া এলাকার সংকর ঘোষের ছেলে দুলাল ঘোষকে (৩৬) আটক করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, শুভ গোস্বামীর রাতে চকবাজার এলাকায় কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শুভর বাড়ির প্রায় ৫০ গজ দূরে সঙ্গীত কলেজের গেটের সামনে অজ্ঞাত অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই তার পরিরবারের লোকজন শুভকে উদ্ধার করে দিমেক হাসপাতালে নেয়। এরপর সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রমেক হাসপাতালে নেয়া হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে দেশীয় পিস্তলসহ আটক করে। আহত শুভ গোস্বামীর শহরের মালদহপট্টিতে শুভ কসমেটিকস নামে একটি দোকান রয়েছে।
 
এমদাদুল হক/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।