গাজীপুরে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, বাইরে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। সকাল থেকেই বেলা সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর মহানগরীর অন্তত দশটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম। কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোথাও ভোটারের তেমন কোনো লাইন দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়, কোনো কোনো বুথে ২০ থেকে ৩০ বা সর্বোচ্চ ১০০টির মতো ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বাইরে রয়েছে উৎসুক মানুষের ভিড়। অপরদিকে কিছুটা ভিন্ন চিত্র রয়েছে উপজেলাগুলোর ভোটকেন্দ্রে।

ধারণা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভোটার উপস্থিতি।

গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোলাইমান মিয়া জানান, তার কেন্দ্রে ভোটার রয়েছে ৩০৮০ জন। কিন্তু বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন ১১৩ জন।

একই স্থানের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এরশাদ আলী জানান, তার কেন্দ্রে ভোটার রয়েছে ২৮৯০ জন। এ পর্যন্ত ভোট পড়েছে ৮৫টি।

ভোটার উপস্থিতি কম থাকা প্রসঙ্গে ট্রাক প্রতীকের এক কর্মী ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, গাজীপুর শিল্পাঞ্চল সমৃদ্ধ হওয়ায় এখানে অনেক ভোটার পোশাক শ্রমিক। আজ ছুটির দিন থাকায় অনেকে দেরি করে ঘুম থেকে উঠছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মো. আমিনুল ইসলাম/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।