গাজীপুর

প্রতিমন্ত্রীর নিজ কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪৮০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির বাড়ি সংলগ্ন নিজ ভোটকেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪৮০টি।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় টঙ্গীর নোয়াগাঁও এম এ মসজিদ উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে গিয়ে এই তথ্য পাওয়া যায়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই বিদ্যালয়ে তিনটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে নারী কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৩৩ জন। সকাল আটটা থেকে বেলা ১২ টা পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে ৪৮০টি।

এই কেন্দ্রের নৌকা প্রতীকের কর্মী লিয়াকত হোসেন বলেন, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের পর ভোটার উপস্থিতি আরও অনেক বাড়তে পারে।

কেন্দ্রটি নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ বাসভবন সংলগ্ন হওয়ায় অনেকের দৃষ্টি এই ভোটকেন্দ্রের দিকে। গত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছিলেন।

এম এ আই/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।