নির্বাচনী সহিংসতা

গাজীপুর সিটির প্যানেল মেয়রের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৯ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের সুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি নির্বাচিত হওয়ার পর সোমবার বিকেলে কাউসারের নেতৃত্বে চার-পাঁচশো লোকের একটি আনন্দ মিছিল বের হয়। ওই মিছিল থেকে কাউসারের নেতৃত্বে বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক তার বাড়িতে বোমা নিক্ষেপ করে। এতে তার বাড়ির বারান্দায় রাখা জিনিসপত্রে আগুন ধরে যায়।

তিনি বলেন, হামলাকারীরা তার ছেলে মাহবুব হাসান রিলেভকে মারধর করে আহত করে। তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার ছোট ভাই কামাল ও তার স্ত্রী পলি আক্তারের ওপর হামলা চালিয়ে আহত করে। বোমার বিকট শব্দে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আহত হয়। পরে আশাপাশের শত শত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

মাসুদুল হাসান বিল্লাল জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নির্বাচন করেন। তাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলা করে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেবেন বলেও জানান।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।