বগুড়ায় ট্রাক চাপায় চালক নিহত
প্রতীকী ছবি
বগুড়ার গোকুলে দ্রুতগামী ট্রাকের চাপায় থেমে থাকা অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক ফেরদৌস (৩৬) জয়পুরহাট জেলার জামালপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-চ- ১১-০২১৪) পঞ্চগড় থকে বগুড়ায় আসার পথে মহাসড়কের গোকুল এলাকায় বিকল হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক ফেরদৌস। এসময় একই দিক থেকে আসা অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬৬৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অচল ট্রাকের চালক ফেরদৌস মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শাহ আলম দুর্ঘটনায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/আরআইপি