রাজবাড়ী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

রাজবাড়ীতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে শহিদুল বিশ্বাস (৪৩) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহিদুল বিশ্বাস জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

মৃতের ভাই রেজাউল বিশ্বাস বলেন, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাসের এক বছরের সাজা হয়। ৮ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। মঙ্গলবার সকালে কারাগার থেকে বাড়িতে ফোন দেন অসুস্থ হয়ে হাসপাতালে। এখন এসে দেখি ভাই আর নেই।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল কর্মকর্তা ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যথা নিয়ে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসাধীন চলাকালীন পৌনে ৭টার দিকে মৃত্যু হয়।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।