ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৮ এপ্রিল ২০১৬

ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কে দুই পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

নিহতরা হলেন-মানিক জমাদ্দার (২৮) ও ভরত জমাদ্দার (২৩)। তারা দু`জনই পৌরসভার আলীপুর এলাকায় হরিজন পল্লীতে বসবাস করতেন।

এলাকাবাসী জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মরদেহ দুটি মুসল্লিদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেয়।

এদিকে নিহত পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, ইতোপূর্বে রাতে ওই এলাকায় কাজ করার সময় কিছু লোক বেশি রাতে কাজ না করার জন্য হুমকি দিত। তিনি ধারণা করেন, রাতে বিচরণকারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এস.এম.তরুন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।