রামগঞ্জে ৭ দিনে ২২ গরু চুরি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে খামার থেকে গত ৭ দিনে ২২টি গরু চুরি হয়েছে। এ নিয়ে গরুর মালিক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চুরি ঠেকাতে অনেকেই গোয়াল ঘরের পাশে রাত কাটাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলার ভোলাকোট, নোয়াগাঁও ও ভাটরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে আকরতমা গ্রামের আমির হোসেনের ৭টি, অহিদ উল্লাহর ৬টি ও দেবনগর গ্রামের বাবুল মিয়ার ২টি, রামসিংপুর আবদুল মন্নানের ২টি, আশা কোট গ্রামের কালু মিয়ার ৫টি গরু চুরি হয়েছে। রাতের আধাঁরে সংঘদ্ধ চোরের দল দেশীয় ও অস্ট্রেলিয়ান প্রজাতির এসব গরু চুরি করে নিয়ে গেছে।
আকরতমা গ্রামের আমির হোসেন জানান, ২ এপ্রিল রাত ১টার দিকেও তিনি খামারে গরু দেখশুনা করে গেছেন। সকালে এসে দেখেন বাছুরসহ ৭ টি গরু নেই।
সমেষপুর গ্রামের আবদুল মন্নান জানান, চারদিকে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এজন্য তিনি এখন গোয়াল ঘরের পাশে রাতে মশারি টাঙিয়ে ঘুমান।
এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, গরু চুরির বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এফএ/এমএস