রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে হত্যায় রুবেল সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন।

রুবেল সরদার পাংশার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্র জানায়, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। সে সময় প্রায়ই স্ত্রী লিপি খাতুনের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। যে কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। এক পর্যায়ের ঘটনার তিনদিন আগে তিনি স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। পরে আবারও দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে রুবেল দা দিয়ে কুপিয়ে গৃহবধূ লিপি খাতুন হত্যা করে। পরে স্থানীয়রা রুবেল সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির বাবা এলেম আলী শেখ বাদী হয়ে পাংশায় মামলা করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ সবাই সন্তুষ্ট।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।