অবৈধভাবে পার্ক নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বড় দীঘির দক্ষিণপাড়ের অবৈধ বাণিজ্যিক পার্ক নির্মাণ বন্ধের প্রতিবাদে ‘নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা’র ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সংবাদকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাইজদীর বড় দীঘির দক্ষিণপাড়ে কেীন্দ্রয় শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, বিজয় মঞ্চ, কচি-কাঁচার মেলা, মুক্তিযুদ্ধের বিজয়মেলা ও বৈশাখী উৎসব চত্বরকে সংকুচিত করে আলিফ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অবৈধভাবে বাণিজ্যিক পার্ক নির্মাণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা’ র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আনম জাহের উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সভাপতি বিমলেন্দু মজুমদার, সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক প্রমুখ।
সংবাদ সম্মেলনে অবৈধ এ বাণিজ্যিক পার্ক নির্মাণ বন্ধ করে এই স্থানে অবাণিজ্যিক মুক্ত উদ্যান, দীঘির পাড়ে কোনো বাণিজ্যিক পার্ক নির্মাণ বা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য তৃতীয় পক্ষের কাছে ইজারা না দেয়া এবং দক্ষিণ পাড়ের স্বাধীনতা ও জাতীয় জীবনের সকল গুরুত্বপূর্ণ স্থাপনাকে অক্ষত রেখে দক্ষিণ পাড়কে ‘স্বাধীনতা উদ্যান’ নামকরণ করাসহ ৫টি দাবি উপস্থাপন করেন।
আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করে বলা হয় নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা কোনো রাজনৈতিক সংগঠন নয়, সংগঠন পৌর নাগরিকদের সকল অধিকার নিয়ে কথা বলবে।
মিজানুর রহমান/এসএস/এবিএস