চরভদ্রাসনের ৪ ইউপিতে ১৮৯ জনের মনোনয়ন জমা


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১০ এপ্রিল ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪র্থ ধাপের চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৭ জন সাধারণ সদস্য (মেম্বার) এবং ৪০ জন সংরক্ষিত নারী সদস্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

এ বছর উপজেলার চরভদ্রাসন, চরহরিরামপুর, গাজিরটেক ও ঝাওকান্দা ইউনিয়নে প্রার্থীণ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম ও উপজেলা রিটার্নিং অফিসার মো. আবুল খায়েরের নিকট সর্বশেষ এই মনোনয়নপত্র জমা পড়ে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ও ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, অত্র উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ৩নং চরভদ্রাসন ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র আব্দুস ছাত্তার মাস্টার, মো. আবুল খায়ের, সিরাজুল ইসলাম ও দীপক চন্দ্র কাপাশিয়া। এছাড়া সংরক্ষিত সদস্য ১১ জন ও সাধারণ সদস্য ৩৫ জন।

১ নং চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আবুল কাশেম ফকির, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান কে.এম. ওবায়দুল বারী দীপু, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মো. জুলহাস শিকদার, মো. ফরিদ মোল্যা, মো. আমির হোসেন খান ও শেখ আলম। সংরক্ষিত সদস্য ১২ জন ও সাধারণ সদস্য ৩৭ জন।

৪ নং গাজিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, বিএনপি প্রার্থী মো. কুদ্দুস আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মো. ইয়াকুব আলী, মো. ফরহাদ হোসেন, মো. কবিরুল আলম, মো. চুন্নু হোসেন, মো. আলামিন ও মো. হুমায়ুন কবীর। সংরক্ষিত সদস্য ১০ ও সাধারনণ সদস্য ৩৫ জন।

চরঝাউকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা ও স্বতন্ত্র প্রার্থী মো. বজলু মৃধা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ৭ জন ও সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এস.এম.তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।