দেশে উন্নয়নের জোয়ার দৃশ্যমান: রাসিক মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশে উন্নয়নের জোয়ার দৃশ্যমান। সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, তাহলে সংবাদপত্রের কেন উন্নয়ন হবে না? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দৈনিক রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র বলেন, রাজশাহীতে নাই নাই করেও ১৬ পত্রিকা প্রকাশিত হচ্ছে। তবে অনেক পত্রিকার প্রচার সংখ্যা তেমন নেই। চার পৃষ্ঠার একটি পত্রিকা আসলে কতটুকুইবা খবর দিতে পারবে। সবকিছুর মধ্যে নানা রকম অর্থনৈতিক বিষয় জড়িয়ে থাকে। তবুও আমি আশা করব রাজশাহী থেকে অন্তত যাতে তিন-চারটি পত্রিকা জাতীয় মানের কাছাকাছি অন্তত ৮পৃষ্ঠা প্রকাশিত হোক।

তিনি বলেন, স্থানীয় পত্রিকাগুলো বাইর থেকে আসাদের দিলে তাদের অনেকে মন্তব্য করেন এর চাইতে ভালো বা তথ্যবহুল পত্রিকা এখানে হয় না? এটা আমাদের জন্য অনেক লজ্জা কর।

মেয়র বলেন, কিছু কথা বলবার জন্য কিছু সাহসী সাংবাদিক দরকার আছে। তাদের লেখনীর দ্বারা সমাজের অনেক কিছু শুধরে যেতে পারে। খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। জনগণের কল্যাণে অনেক কিছু নজরে আনতে পারে।

রাজশাহী সংবাদের সম্পাদক ও প্রকাশক আহসান হাবীব অপুর সভাপতিত্বে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলীউল আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাবির আইবিএর অধ্যাপক ড. হাছানাত আলী, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েমনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, সাংবাদিক শম সাজু, কাজী সাহেদ, বদরুল হাসান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর ইসলাম সিয়াম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।