লক্ষ্মীপুরে দুই বোন গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১


প্রকাশিত: ০২:৩৮ এএম, ১১ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের মামলার প্রধান আসামি মো. খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকন তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মৃত ইসরাফিলের ছেলে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, দুই কিশোরী বোন গণধর্ষণের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। একটি মামলার প্রধান আসামি খোকন। তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল তাদের মা বাদী হয়ে কমলনগর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। ৫ এপ্রিল গণধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ মানববন্ধন করেছে।

কাজল কায়েস/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।