ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হলেন মামুন


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন শাহরিয়ার আল মামুন। অনতিবিলম্বে তিনি সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের স্থলাভিষিক্ত হবেন। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে জানান, সোমবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। অনতিবিলম্বে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

কর্মক্ষেত্রে তিনি জেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগীতা কামনা করেছেন।

শাহরিয়ার আল মামুন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে একই জেলায় কর্মরত ছিলেন। গত ৫ এপ্রিল তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

শাহরিয়ার আল মামুন বাংলাদেশ পুলিশে বিসিএস-২৭ ব্যাচের একজন কর্মকর্তা। গত ২০০৮ সালের ১৬ নভেম্বর তিনি পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুরের কালীগঞ্জ সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং সদর সার্কেলে দক্ষতা এবং সফলতার সঙ্গে কাজ করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।