লক্ষ্মীপুরে ইলিশ লুট : ম্যাজিস্ট্রেট প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট বাজারে অভিযানের নামে ক্লোড স্টোরের তালা ভেঙে ইলিশ মাছ লুটের ঘটনায় ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে প্রত্যাহার করে নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করতে তদন্ত কর্মকর্তার আরো কয়েকদিন সময় লাগবে। তদন্ত রিপোর্ট পেলে ম্যাজিস্ট্রেট সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রাণালয় থেকে ম্যাজিস্ট্রেট সোহেল রানার প্রত্যাহারের আদেশ আসে। এতে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী তাকে (সোহেল রানা) লক্ষ্মীপুরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে গত ফেব্রুয়ারি মাসে এক থেকে দেড় কেজি ওজনের দুইশ ইলিশ কমলনগর উপজেলার মতিরহাট বাজারে কোল্ড স্টোরে মজুদ করে স্থানীয় ১২ ব্যবসায়ী। ৬ এপ্রিল বুধবার রাতে নিজেকে এনডিসি পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে অপর ছয় ব্যক্তিকে নিয়ে ওই কোল্ড স্টোরের তালা ভেঙে দুইটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ইলিশগুলো লুটে নেয়ার অভিযোগ উঠে।

রাতেই ব্যবসায়ীরা জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে ওই দিন কমলনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়নি বলে জানান কর্মকর্তারা। পরদির এক ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে মাছ লুটের বিষয়ে লিখিত অভিযোগ করেন। এতে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে অবশ্য লিখিত অভিযোগটি মানবিক কারণে প্রত্যাহার করে নেয়া হয়।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।