রাজবাড়ীতে ট্রাকচাপায় নছিমন যাত্রী নিহত


প্রকাশিত: ০৭:২৫ এএম, ১৩ এপ্রিল ২০১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়ায় ট্রাকচাপায় নসিমন যাত্রী দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজিয়া পাংশা উপজেলার জয়পুর এলাকার কিয়ামউদ্দিনের স্ত্রী রাজিয়া বেগম (৪৮) এবং ওই একই এলাকার জবেদা বেগম।

পাংশা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শাহাদত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল আর নছিমনটি পাংশা শহরের আসছিল। মাছপাড়ার আশরাফ মিয়ার ইটভাটা এলাকায় ট্রাকটি নসিমনকে চাপা দেয়। এতে আহত অবস্থায় যাত্রীদের উপজেলা হাসপাতালে নেয়ার পথে রাজিয়া বেগম মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জবেদা বেগম। অপর আহত যাত্রীদের উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলাপার পালিয়ে গেছে।

রুবেলুর রহমান/এসএস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।