ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে বাচ্চা চুরি


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৩ এপ্রিল ২০১৬

ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে একটি বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে বাচ্চাটি চুরি হয়।

বাচ্চার নানী আলেক জান বলেন, তার ছোট মেয়ে পারভীন প্রসব যন্ত্রণায় অসুস্থ হলে মঙ্গলবার বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার করে একটি ছেলে বাচ্চার জন্ম দেয় পারভীন। বুধবার সকালে সে হাসপাতালের বাইরে ওষুধ আনতে গিয়ে ফিরে এসে দেখে তার নাতি নেই।

লেবার ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সিনিয়ার স্টাফ নার্স খাদিজা আক্তার বলেন, গতকাল রাতে তাদের বেডের পাশে এক নারী ঘুমাতে এসেছিল। পরে সকালের দিকে এই চুরির ঘটনা ঘটে। সবাই ভেবেছিল রোগীদেরই কোনো আত্মীয় হতে পারে বলে। কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি।

বাচ্চার বাবা নজরুল শেখ জানান, এই বাচ্চাটি ছিল তাদের প্রথম সন্তান। চুরি ঘটনায় সে ফরিদপুর কোতোয়ালীি থানায় মামলা দায়ের করেছে।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে সকালে একদিন বয়সের একটি ছেলে বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। বাচ্চা উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি।

এস.এম. তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।