ব্রাহ্মণবাড়িয়ায় নেচে-গেয়ে চলছে বর্ষবরণ


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৪ এপ্রিল ২০১৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বর্ষবরণ। পুরনো সকল গ্লানি মুছে নেচে-গেয়ে বাংলা নতুন বছর ১৪২৩ কে বরণ করে নিচ্ছেন জেলাবাসী। বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া এই মঙ্গল শোভাযাত্রায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফারুকি পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফারুকি পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

Boishakh

এছাড়া নববর্ষ উপলক্ষে ফারুকি পার্কে বসেছে দিনব্যাপি বৈশাখী মেলা। এতে অর্ধ-শতাধিক দেশীয় রকমারি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। মেলায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সব জায়গাতেই ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে নববর্ষ উপলক্ষে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবের। সন্ধ্যা ৭ টায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্য পণ্য ‘ফ্রুটিক্স’ ফ্রুট ম্যাংগো ড্রিংকের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ২৪.কম’ ও ‘জাগো রেডিও’।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।