সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুই যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহ্বাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সুহিলপুরের হারুন অর রশিদ কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫) ও তার ছেলে রিয়াদ (১০)। এ ঘটনায় শফিকুল ইসলাম (৪৮) ও মাহিন মিয়া (২৫) নামে সিএনজি অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহ্বাজপুর ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নাসরিন আক্তার মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রিয়াদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর