যুবকের পায়ুপথ দিয়ে বের করা হলো ৭০০ গ্রাম সোনার বার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৯ মার্চ ২০২৪

 

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় মনোর উদ্দিন নামের একজনকে আটক করা হয়। এসময় তার পায়ুপথ থেকে বিশেষ পদ্ধতিতে বের করে আনা হয় ছয়টি সোনার বার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোস্টের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা।

আটক মনোর উদ্দিন (৩১) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানায়, মনোর উদ্দিন একটি ইজিবাইকে করে সোনার চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে জানান, পায়ুপথে সোনার বারগুলো রয়েছে। এসময় বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ুপথে ছয় পিস সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। পরে তা বিশেষ পদ্ধতিতে বের করা হয়।

সোনার বারগুলোর ওজন ৭০০ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রশিদ আনোয়ার বলেন, উদ্ধার সোনা ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।