বেনাপোলে নো-ম্যানস ল্যাল্ডে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু
বেনাপোল চেকপোস্ট নো-ম্যানস ল্যান্ডে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশের জন্য নো-ম্যানস ল্যান্ডে অপেক্ষা করছিলেন।
শনিবার (৩০ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়। তিনি যশোর কোতয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। পাসপোর্ট নং-অ-০১১৩১৭২৭। মরদেহ নিতে অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, মৃত্যু পাসপোর্টধারী যাত্রী অসুস্থতায় ভুগছিলেন।মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এর আগেও অনেকে মারা গেছেন।
মো. জামাল হোসেন/এএইচ/জেআইএম