দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু, স্লোগান দিয়েই একাত্তরের মুক্তিযুদ্ধে মৃত্যুকে জয় করেছিলেন মহান যোদ্ধারা। অথচ দেশবিরোধী হায়ানারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শব্দ দুইটি নিয়ে ঠাট্টা করেছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

তিনি বলেন, বর্তমানেও ওই হায়নারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের চেতনায় ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে সহযোগিতার মাধ্যমে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের টাউন হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও একটি সয়াবিনভিত্তিক কারখানা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অচিরেই আলোচনা করবেন বলেও জানান তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক হিজবুল বাহার রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।