বেনাপোল সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (৩ এপ্রিল) সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন তিনি। এসময় বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বেনাপোল সীমান্ত পরিদর্শনকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবি মহাপরিচালককে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে বিজিবি মহাপরিচালক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস এলাকা ও পুটখালি সীমান্তের চরের মাঠ পরিদর্শন করেন।

বেনাপোল সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

এ সময় বিজিবি প্রধানের সফরসঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (ব্যুরো চিফ, বিএসবি), ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, লে. কর্নেল জামিল আহম্মেদ, লে. কর্নেল খুরশীদ আনোয়ারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।