দিনমজুরি করতে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

মাগুরায় দিনমজুরি করতে এসে ১৫ মাসের এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাঈম হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শিশুটিকে নিয়ে ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

চুরি যাওয়া শিশুটির নাম তাহিয়া। সে ঝিনাইদহ সদরের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের ইভান মিয়া ও সুমাইয়া বেগম দম্পতির মেয়ে। অভিযুক্ত নাঈমের বাড়ি
নারায়ণগঞ্জে।

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৮ মার্চ ইভান মিয়ার বাড়িতে কৃষিকাজে শ্রম দিতে আসেন নাঈম হোসেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে টেম্পোতে করে মাগুরার দিকে রওয়ানা দেন। পথে গোপালপুর এলাকায় মাগুরা শহরের পশু হাসপাতালপাড়ার জান্নাতুল ফেরদৌসী নামের এক নারীর সঙ্গে ওই যানবাহনে কথা হয় তার। নাঈমের কথায় সন্দেহ হলে জান্নাতুল ফেরদৌস ওইসময় অন্যদের সহযোগিতায় শিশু ও অভিযুক্ত নাঈমকে নিয়ে সরাসরি মাগুরা সদর থানায় আসেন। সেখানে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

ওসি মেহেদী রাসেল জানান, শিশু, তার অভিভাবক ও অভিযুক্তকে ঝিনাইদহ থানায় সোপর্দ করা হয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।