কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৭ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় পৃথক বজ্রপাতে মারা গেছেন রুবেল মিয়া ও গোলাম মোস্তফা নামে দুই ধানকাটা শ্রমিক। এ সময় আহত হয় আরও ৮ শ্রমিক। রোববার সকালে ইটনা উপজেলার আড়ালিয়া ও রাঙ্গামাটি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া জেলার করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে। অপরদিকে গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার চৌহালি গ্রামের আব্দুল করিমের ছেলে। আহতদের করিমগঞ্জ ও কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৫/২০ জনের একটি ধানকাটা শ্রমিকের দল আড়ালিয়া হাওরে ধান কাটছিল। বেলা ১১টার দিকে তুমুল বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন ৫ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের করিমগঞ্জ হাসপাতালে নেয়া হলে ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন।

একই সময় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষি শ্রমিক গোলাম মোস্তফা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর মোহাম্মদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।