হাতেই পটকা বিস্ফোরণ, দুই আঙুল উড়ে গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পটকা ফোটাতে গিয়ে হাতের মধ্যে বিস্ফোরিত হয়ে আহম্মদ উল্লাহ (১৩) নামের এক কিশোরের আঙুল উড়ে গেছে।

রোববার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আহম্মদ উল্লাহ বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসার ছাত্র। সে মাদরাসার পাশের ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহের ছেলে।

মাদরাসার শিক্ষক ইউনুস আলী জানান, মাদরাসা ছুটির পর পাশের ভাড়া বাড়িতে একসঙ্গে কয়েকটি পটকা ফোটাতে যায় কিশোর আহম্মদ উল্লাহ। এসময় পটকাগুলো হাতে বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখন ফরিদপুরে তার চিকিৎসা চলছে।

জেলার সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।