অক্সিজেন সংকটে মরে ভেসে উঠছে মাথাভাঙ্গা নদীর মাছ
পানিতে অক্সিজেন সংকটের কারণে মাথাভাঙ্গা নদীর মাছ মরে ভেসে উঠেছে। শনিবার (৬ এপ্রিল) গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত মরা মাছের সঙ্গে জীবিত মাছও ভেসে উঠে আসতে থাকে।
প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণে অক্সিজেন সংকটকে কারণ হিসেবে উল্লেখ করছেন মৎস্য কর্মকর্তারা।
চুয়াডাঙ্গার শহরের মাথাভাঙ্গা সেতুর কাছে প্রায় এক কিলোমিটার নদীতে মাছ ভাসতে দেখা যায়। মাছ ভেসে ওঠার খবরে স্থানীয়দের মাছ ধরার হিড়িক পড়ে যায়। গভীর রাত থেকে মাছ ধরেন শত শত মানুষ। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা ঘঠনাস্থলে গিয়ে নদীর পানি পরীক্ষা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, আমরা নদীর পানি পরীক্ষা করেছি। পানিতে অক্সিজেন ১ দশমিক ৪৫ পিপিএম, পিএইচ ৭ দশমিক, টিডিএস শূন্য দশমিক ৩৬ পিপিএম এবং অ্যামোনিয়া শূন্য দশমিক ৫০ মাত্রায় পাওয়া গেছে। অথচ পানিতে অক্সিজেনের পরিমাণ সর্বনিম্ন ৩ দশমিক ৫ পিপিএম থাকা জরুরি। এর নিচে গেলে মাছের মৃত্যু ঝুঁকি থাকে।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তীব্র তাপমাত্রা এবং পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই মাছ মারা যাচ্ছে। তাছাড়া পানিতে প্রচুর পরিমাণ জীবাণু ও তলদেশে ময়লা-আবর্জনা থাকায় অত্যন্ত ঝুঁকিতে আছে মাছ।
হুসাইন মালিক/এসআর/জিকেএস