রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখে উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্মকানন চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আম্রকানন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এসময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রধান উৎসব। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পহেলা বৈশাখ পালন করি। এটি আমাদের প্রাণের উৎসব।
রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ সমবেত হয়েছে। বিগত দিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলে গিয়ে আজ আমরা নতুন বছরকে বরণ করে নেবো।
এরআগে সকালে রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে আজাদী ময়দানে বৈশাখের গান, মঙ্গল শোভাযাত্রা ও নিরামিশ খাবার পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসব।
এসময় বাঙ্গালির কৃষ্টি, কালচার প্রদর্শন করে নানা অঙ্গ-ভঙ্গিমায় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধসহ সকল শ্রেনী-পেশার মানুষ।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের আহ্বায়ক জ্যোতি শংকর ঝন্টু, সদস্য সচিব ফকীর শাহাদত হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহের সদস্যরা।
রুবেলুর রহমান/এনআইবি/এমএস