ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৮ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পৌরশহরের কাউতলি রেলসেতুর সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের সোনাগাঁও গ্রামের ইতালি প্রবাসী কবির আহমেদের স্ত্রী রিনা বেগম (৩০) ও তার ছেলে জিলানী (৮)। তবে পুলিশ ধারণা করছে নিহত রিনা বেগম তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে কাউতলি রেলসেতুর সামনে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই দুই মা-ছেলে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

B.baria

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে রিনা তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করে থাকতে পারেন সেটি এখনো স্পষ্ট নয়। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।