চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের তিনঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশন ছাড়ার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিকল ইঞ্জিনটা চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিন মেরামতের জন্য রকেট মেইল ট্রেনে সংযুক্ত করে ঈশ্বরদী পাঠানো হবে।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।