পাংশায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৪


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৬

চতুর্থ দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মর্জিনা বেগম ও মন্দির মোল্লা নামে ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুস সোবহান এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে ১০ থেকে ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
 
আরও জানা যায়, গতকাল রাতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা খামার ডাঙ্গা বাজারে মিছিল বের করলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সোবহানের সমর্থকরা মিছিল করে।

এতে আওয়ামী লীগের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে রাতেই খামার ডাঙ্গা গ্রামে আব্দুস সোবহানের সমর্থক ফজলুর রহমান, তাজুল ইসলাম ও আবুলের বাড়ি ভাঙচুর করে।

তাছাড়া আজ সকালে বাহার বিশ্বাসের সমর্থকরা হামলা চালিয়ে আব্দুস সোবাহানের সমর্থক মো. খায়রুল ইসলাম, জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও ইউনুস আলীসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এ সময় মর্জিনা বেগম ও মন্দির মোল্লা নামে ২ জন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, সংবাদ শোনা পর পরই সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।