জমে উঠেছে হাওরের নিকলীর ইউপি নির্বাচন
শেষ মূহুর্তের প্রচারণায় জমজমাট কিশোরগঞ্জের নিকলী ইউনিয়ন পরিষদ নির্বাচন। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলীর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোর থেকে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রতীক দেখে নয়, বরং সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা।
তৃতীয় পর্বে নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে আগামী ২৩ এপ্রিল। চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী আসনে ৮০ এবং সাধারণ আসনে ২১৭ জন সদস্য পদ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন ৯৩ হাজার ৩২০ জন ভোটার।
পল্লীর বসতবাড়ি, বাজার, অলিগলি, আর পাকা সেতুর কাছে ঝুলছে প্রার্থীদের পোস্টার-ব্যানার। বিশাল কাগজের নৌকা ভাসছে পুকরের পানিতে। মার্কার প্রচার এখানে-সেখানে। নির্বাচনকে ঘিরে জেলার হাওর উপজেলা নিকলীতে চোখে পড়বে এমন নির্বাচনী উৎসব। হাতে সময় খুব বেশি নেই। তাই প্রতীক পেয়েই ভোটের লড়াইয়ে নেমে পড়েছেন নিকলীর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। 
প্রথম বারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। তাই এখানে নির্বাচনী আমেজটা যেনো একটু বেশিই। প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া আর নিজের জন্য ভোট চাইছেন। দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর ছাড়াও দু’দলেই আছে একাধিক বিদ্রোহী প্রার্থী।
এ দিকে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার শেষ নেই। কে হবেন চেয়ারম্যান এ নিয়ে উঠছে চায়ের কাপে ঝড়। তবে মার্কা নয়, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এমন যোগ্য ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করার কথা ভাবছেন সাধারণ ভোটাররা।
আর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানালেন, নির্বাচন কর্মকর্তা।
নিকলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বেলাল জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
নূর মোহাম্মদ/ এমএএস/পিআর