সুদের ২০০ টাকার জন্য যুবককে নির্যাতন করে হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৭ মে ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুদের টাকা দিতে না পারায় নির্যাতন চালিয়ে মোস্তফা (৪২) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে মহাজনের বিরুদ্ধে।

রোববার (২৬ মে) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তফা উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।

নিহতের ভগ্নিপতি খোরশেদ মিয়া জানান, দুই মাস আগে মৈকুলী এলাকার বাতেন প্রধানের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা লভ্যাংশ দেওয়ার শর্তে দুই হাজার টাকা ধার নেন মোস্তফা। প্রথম মাসের টাকা পরিশোধ করা হয়। কিন্তু গতমাসের লভ্যাংশের টাকা না দিতে পারায় বাতেনসহ তার লোকজন মোস্তফাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। পরে বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় সড়কে ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা।

এ বিষয়ে অভিযুক্ত বাতেন প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।