লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার


প্রকাশিত: ১০:১৩ এএম, ২২ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী জামাল উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের ঈদগাহ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে জামাল।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রাতে সদর উপজেলার রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বই আনতে দাসেরহাট বাজারে যায়। পরে সে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ কর্মী জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমান গণি ওই ছাত্রীকে কৌশলে জামালের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন সকালে ধর্ষক জামাল ও তার সহযোগী ওসমানকে আসামি করে মামলা করে ছাত্রীর ভাই।

কাজল কায়েস/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।