তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০১ জুন ২০২৪

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে অন্য ট্রেনের ইঞ্জিন এসে ঠেলে স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন মশাখালী স্টেশনে এসে দাঁড়ায়। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মহুয়া এক্সপ্রেসের বগি রেখে ইঞ্জিন গফরগাঁও এসে তিস্তা এক্সপ্রেস পেছন থেকে ঠেলে স্টেশনে নিয়ে আসে। বর্তমানে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে গৌরীপুর থেকে ইঞ্জিন এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে রওনা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।