ভৈরবে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। শনিবার সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো. গিয়াস উদ্দিন মিয়া পদবঞ্চিত নেতা মো. সাদেক হোসেনকে দিয়ে আওয়ামী লীগের হয়ে এ কর্মসূচি পণ্ড করেছে। এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, আল মামুন, সাইফুল আলম, নূর মোহাম্মদ, মাছুম বিলাহ, দেলোয়ার হোসেন সুজন, আরমান হোসেন প্রমুখ।
জানা গেছে, সম্প্রতি কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। আর এজন্য তাকে ভৈরব উপজেলা বিএনপির নেতাকর্মীরা শনিবার কুলিয়ারচরে এক সংবর্ধনার আয়োজন করে। এ সংবর্ধনাকে কেন্দ্র করে বিএনপি অপর গ্রুপের নেতা সাদেক হোসেন মে দিবসের প্রস্তুতি সভা ঘোষণা করে পাল্টা কর্মসূচি দেয়।
পরে স্থানীয় প্রশাসন এলাকার শৃঙ্খলা বজায় রাখতে শনিবার উভয়পক্ষকে কর্মসূচি থেকে বিরত থাকতে শুক্রবার রাতে শহরে মাইকিং করে। ফলে উভয় গ্রুপের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে মো. গিয়াস উদ্দিন মিয়া অভিযোগ করে বলেন, আমি নয় বরং বর্তমান সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
অপরদিকে সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন জানান, উপজেলা বিএনপি নতুন কমিটি হয়েছে এ পত্র এখনো আমরা পায়নি। আমাদের না জানিয়ে তারা সংবর্ধনা কর্মসূচি ঘোষণা দেয়ায় আমরা পাল্টা কর্মসূচি দিয়েছি।
আসাদুজ্জামান ফারুক/এআরএ/এবিএস