বিরলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৩ এপ্রিল ২০১৬

দিনাজপুরের বিরল উপজেলায় কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী ভান্ডারা ইউপির বালান্দোর গ্রামে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।

বিরল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বিকেলে উপজেলার ভান্ডারা ইউপির সীমান্তবর্তী বালান্দোর গ্রামের মৃত সন্ধিলের ছেলে আব্দুল করিমের পুকুরে শ্রমিকরা মাটি কাট ছিল। এসময় কষ্টিপাথর সদৃশ দুই টুকরো মূর্তি পায় যায়।

খবর পেয়ে দুই টুকরো মূর্তি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কষ্টি পাথরের মূর্তিটির ওজন প্রায় ১১ কেজি। এ ঘটনায় বিরল থানায় একটি জিডি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।