কিশোরগঞ্জে ২০ করাতকলকে ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৫ এপ্রিল ২০১৬

কিশোরগঞ্জে ২০টি করাতকলকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকাসহ সরকারি নীতিমালা না মানায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে।

র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল।

আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৭টি করাতকলের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা করে এবং ৩টির মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নূর মোহাম্মদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।