আ.লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গত ৫ই জানুয়ারি আওয়ামী লীগ একটি সাজানো নাটক মঞ্চস্থ করেছে। ওই সাজানো নির্বাচনে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, সরকার বিএনপিকে নানাভাবে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। জনগণের ভালবাসা নিয়েই বিএনপি টিকে থাকবে।
বর্তমান সরকারের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সংবিধান বদলে আইন বদলে এবং বিএনপি নেতাকর্মীদের গুম করে ও মামলা দিয়ে জেলে ঢুকিয়ে আবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ক্ষমতায় আসতে চায়। কিন্তু তা আর হতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠত করা হবে।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে আসা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তোমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাস সম্পর্কে জানবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান, সাবেক মন্ত্রী উকিল আবদুস সাত্তার ভুইয়া প্রমুখ।
এর আগে বেলা ১১টায় জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর মুক্তমঞ্চে সম্মেলন স্থলে আসতে শুরু করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।