দিনাজপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি


প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ মে ২০১৬

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় পাকেরহাট, আঙ্গারপাড়া, হাসিমপুর, জমিদারনগরসহ বিভিন্ন স্থানে এই শিলা বৃষ্টি হয়।

২০ মিনিট ধরে চলা এই শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের বসতবাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, শিলাবৃষ্টি চলাকালে দমকা বাতাসের সঙ্গে শুধুমাত্র বড় ও মাঝারি আকারের পাথর নিঝুমভাবে পড়তে থাকে। এতে পেকে যাওয়া বোরো ধান, লিচু এবং আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

dinajpurpathor

খানসামা আঙ্গারপাড়া গ্রামের কৃষক মোজাফফর হোসেন জানান, আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ এলাকায় শিলা বৃষ্টিতে ধান ঝরে পড়ায় কৃষকরা বিঘায় অন্তত দুই থেকে চার মণ ধান কম পাবেন।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।