জুট মিলে আগুন : শত কোটি টাকার পাট ভস্মীভূত


প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৪ মে ২০১৬

খুলনার দীঘলিয়া উপজেলার দেয়াড়ায় জুট টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি পাট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার পাট পুড়ে গেছে। বুধবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। চার ঘণ্টা পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে পুড়ে গেছে ১২ শত মেট্রিক টন পাট পণ্য। এতে ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

মিলের মহাব্যবস্থাপক মো. কাওসার আলী মোল্লা জানান, সকালের শিফটে মিল চালু অবস্থায় পাটের কাটিং ও কার্টিস বিভাগে আগুনের সূত্রপাত হয়। পরে মিলের ছাউনিতে থাকা প্লাস্টিক টিনে আগুন লেগে যায়। প্রথম দিকে মিলের শ্রমিকরা আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও প্লাস্টিক টিনের আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

মহাব্যবস্থাপক আরও জানান, মিলটিতে তিনটি শিফটে প্রায় দুই হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। সকালের শিফটে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত ছিলেন। এই মিলে উৎপাদিত সব পাটপণ্য বিদেশে পাঠানো হয়। রফতানিকৃত পণ্য নেয়ার জন্য মিলের ঘাটে এমভি রোকেয়া নামে একটি কার্গো অবস্থান করছিল।

মিল শ্রমিকরা জানান, হঠাৎ টিনের চালে, পাটে আগুন ধরে গেলে তারা মিলের বাইরে চলে যান। এ সময় হুড়োহুড়িতে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

আগুন লাগার পর খবর পেয়ে দীঘলিয়া, দৌলতপুর ও বয়রা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ জানতে চাইলে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী বলেন, এ বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব না।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।