সাতক্ষীরায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩


প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৯ মে ২০১৬

সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাতক্ষীরা সদরর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫), তার মেয়ে সালমা খাতুন (১৭) এবং আমেনা খাতুন। আহতরা হলেন-তুজলপুর গ্রামের ফাতেমা খাতুন ও মাধবকাটি গ্রামের রনি হোসেন

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, সাতক্ষীরাগামী একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ছয়ঘরিয়া এলাকায় পৌঁছে একটি নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় নছিমনে থাকা সাহিদা খাতুন ও সালমা খাতুন রাস্তার উপর ছিটকে পড়লে তাদের উপর দিয়ে পরিবহনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন মারা যায়।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।