সাতক্ষীরায় ৭ শিবিরকর্মী আটক
সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আবু বক্কর সিদ্দিকির ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আবুল কালাম, হাফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, আবুল বাসার, খায়রুল, নাজমুল হোসাইন ও হাফিজুর রহমান।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, এমএলএম কোম্পানির অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে শিবিরকর্মীদের আটক করা হয়েছে। তারা কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাড়িতে এমএলএম কোম্পানীর তিয়ানশির অফিস চালাতেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানাতে পারবো।
আকরামুল ইসলাম/এফএ/এমএস