ধরা পড়লো ১৮ কেজির কোরাল, বিক্রি ২০ হাজারে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরের বলেশ্বরের মোহনায় জালাল মাঝি নামের এক জেলের জালে মিললো ১৮ কেজি ওজনের কোরাল। যা বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মেয়র বাজারে মৎস্য মার্কেট থেকে মাছটি কিনে নেন হাসিব ফিসের ব্যবসায়ী খলিল খান। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

এর আগে ওই জেলে বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলে মাছটি ধরেন।

জালাল মাঝি জানান, বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোরাল ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক উপকারের।

ধরা পড়লো ১৮ কেজির কোরাল, বিক্রি ২০ হাজারে

মাছ কিনতে আসা তৈয়বুর রহমান বলেন, এরকম মাছ সচরাচর পাওয়া যায় না। এসব মাছ অনেক সুস্বাদু। তবে দাম বেশি হওয়ায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে।

ক্রেতা খলিল বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি। এসব বড় কোরাল সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই ১১০০ টাকা কেজি ধরে মাছটি নিলামের আগেই আমি বেশি দাম দিয়ে কিনে নেই। খুব ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, ববলেশ্বর, ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ ধরা পড়ে।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।