বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু


প্রকাশিত: ১১:৩১ এএম, ১৭ মে ২০১৬
ফাইল ছবি

বগুড়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাসটির ছাদের ওপর বেশ কয়েকজন যাত্রী ছিল। মদনপুর এলাকায় পৌঁছালে বাসটি মহাসড়কের পূর্বপাশে চলে আসে। এ সময় মহাসড়কের পাশে অবস্থিত গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, বাসটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

লিমন বাসার/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।