পৌর মেয়র চিশতির বহিষ্কারাদেশ স্থগিত


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৯ মে ২০১৬

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাশকিন আহমেদ চিশতির মেয়র পদ থেকে বহিষ্কার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে গত ৪ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মেয়র তাশকিন আহমেদ চিশতির বিরুদ্ধে দুটি নাশকতা মামলায় আদালত অভিযোগ গ্রহণ করায় পৌরসভা আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (০১) এর ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে মেয়র তাজকিন আহমেদ চিশতি জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তিনি হাইকোর্টে অপিল করলে ৯ মে হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত বহিষ্কার প্রজ্ঞাপনের উপর আগামী ৬ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। আদেশের কপি পাওয়ার পর মঙ্গলবার থেকে তিনি স্বপদের দায়িত্ব পালন করছেন।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।