অস্ত্র ও নারীসহ মহিলা এমপির ছেলে আটক


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৯ মে ২০১৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিনজন নারীসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে রুমনকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জাগো নিউজকে জানান, মুন্সিগঞ্জ এলাকায় বর্ষা নামক একটি রিসোর্টে অবস্থানকালীন তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।

এ সময় ৪০ রাউন্ড গুলি ও একটি অস্ত্রসহ উদ্ধার করা হয়। অস্ত্রটি সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা। অস্ত্র, গুলি ও সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি, এমপির ছেলে রিমনসহ তিন নারী থানা হেফাজতে রয়েছেন।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।