মৌলবাদী শক্তি আর কখনো সাতক্ষীরায় মাথাচাড়া দিতে পারবে না


প্রকাশিত: ১২:৪১ এএম, ২০ মে ২০১৬

সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেছেন, মৌলবাদী শক্তি আর কখনো সাতক্ষীরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ৭১ সালের পরাজিত শক্তি যারা দেশ স্বাধীন হোক এটা মনে প্রাণে চায়নি, তারাই ২০১৪ সালে সাতক্ষীরার মাটিকে অস্থিতিশীল তৈরি করেছিল।

তিনি বলেন, পুলিশ ও জনগণ মিলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যাবধানে তাদেরকে পিছু হটিয়েছিল। ওই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। জেলাকে মাদকমুক্ত করতে সর্বদা সচেষ্ট থাকবে পুলিশ।

সদর থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবুল কালাম বাবলা, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ প্রমুখ।

এ সময় স্থানীয় সাধারণ জনগণ তাদের আইন-শৃৃঙ্খলা বিষয়ক সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।