মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ৩১ জুলাই ২০২৫
সভার শুরুতে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের লভ্যাংশ সংক্রান্ত রিপোর্ট হস্তান্তর করা হয়

মেঘনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৯৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মো. রজব আলী, এম. নাজরুল ইসলাম, হাবিবুর রহমান এবং মো. আলী আকতার রেজভী এফসিএ।

সভার শুরুতে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ২০২৪ অর্থবছরের লভ্যাংশ সংক্রান্ত রিপোর্ট চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়।

ইএআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।