ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩১ জুলাই ২০২৫
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং একেএম মোস্তাক আহমেদ খাঁন সিএফও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, শেয়ারহোল্ডারদের মধ্যে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ এবং হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমণ্ডলির প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০২৪ সালে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতি ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।